ইতিহাসের সর্বোচ্চ দাবদাহে পুড়ছে ইংল্যান্ড। এরই জেরে শুকিয়ে যেতে শুরু করেছে ইংল্যান্ডের ঐতিহাসিক টেমস নদী। টেমস নদীর উৎসস্থল প্রায় শুকিয়ে গেছে ইতোমধ্যে। বিশ্লেষকরা বলছেন, অদূর ভবিষ্যতে টেমস নদী সম্পূর্ণভাবে শুকিয়ে যেতে পারে। খবর এনডিটিভির।
কর্তৃপক্ষ বলছে, অ্যাস্টন কেনসের কাছে টেমসের উৎসমুখ সম্পূর্ণভাবে শুকিয়ে গেছে। গরমকালে নদীর পানি স্বাভাবিকভাবেই কমে যায়। তবে এ বছরের তীব্র গরমে টেমস নদীর স্রোত খুবই দুর্বল হয়ে পড়েছে। অন্যবারের চেয়ে এবার নদীর পানিও তুলনামূলকভাবে শুকিয়েছে বেশি।
ব্রিটেনের আবহাওয়া অফিস বলছে, ১৯৩৫ সালের পর থেকে সবচেয়ে বেশি শুষ্ক মৌসুম ছিল চলতি বছরের জুলাই। অন্যবারের তুলনায় এ সময়ে গড় বৃষ্টিপাতের মাত্র ৩৫ শতাংশ বৃষ্টিপাত হয়েছে। কোনো কোনো অঞ্চলে ইতিহাসের সবচেয়ে বেশি গরম অনুভূত হয়েছে জুলাইয়ে। বৃহস্পতিবারই আবহাওয়া অফিস থেকে সতর্কবার্তা দিয়ে বলা হয়েছে, তাপপ্রবাহ এবং শুষ্ক আবহাওয়ার পরিস্থিতি আরও বেশ কয়েক দিন স্থায়ী থাকবে।
এসজেড/
Leave a reply