আজ (১২ আগস্ট) মধ্যরাতে দেশে ফিরছেন অলরাউন্ডার সাকিব আল হাসান। যুক্তরাষ্ট্র থেকে ছুটি কাটিয়ে দেশে ফিরছেন এই ক্রিকেটার। এরপরই বিসিবির কর্মকর্তাদের সাথে তিনি বৈঠকে বসবেন বলে জানা গেছে।
বিসিবির সাথে সভায় বোর্ডকে না জানিয়ে বেটউইনারের সাথে সাকিব তার চুক্তির কারণ দর্শাবেন বলেও জানা গেছে। বিষয়টি কেবল আনুষ্ঠানিকতার হলেও শেষবারের মতো এই অলরাউন্ডারকে সতর্ক করা হবে বলে বোর্ড সূত্র জানিয়েছে। সবশেষে এশিয়া কাপের স্কোয়াডের জন্য হবে আলোচনা। ছোট-বড় বেশ কয়েকটি পরিবর্তনের গুঞ্জন ভাসছে বাতাসে। স্কোয়াডের ঘোষণাসহ সাকিবের সাথে আলোচনার পর অধিনায়কের বিষয়টিও চূড়ান্ত করবে বিসিবি।
প্রসঙ্গত, বেটউইনার নিউজের সঙ্গে চুক্তি বাতিল করেছেন সাকিব আল হাসান। বিসিবিকে আনুষ্ঠানিকভাবে মেইল করে এ সিদ্ধান্ত জানিয়েছেন সাকিব। ফলে আসন্ন এশিয়া কাপে সাকিবের দলে থাকা নিয়ে অনিশ্চয়তার মেঘ কেটে গেছে।
আরও পড়ুন: বেটউইনার নিউজের সাথে চুক্তি বাতিল করেছেন সাকিব, অধিনায়কত্ব নিয়ে সিদ্ধান্ত কাল
/এম ই
Leave a reply