নিউইয়র্কে লেকচার স্টেজে হামলার শিকার সালমান রুশদী

|

সালমান রুশদী। ছবি: সংগৃহীত

পশ্চিম নিউইয়র্কে লেকচার দেয়ার স্টেজে অতর্কিত হামলার শিকার হয়েছেন লেখক সালমান রুশদী। খবর এনপিআর ও ব্লুমবার্গের।

অ্যাসোসিয়েটেড প্রেস জানিয়েছে, শুক্রবার (১২ আগস্ট) পশ্চিম নিউইয়র্কের শেতুকুয়া ইনস্টিটিউশনে লেকচার শুরুর কিছুক্ষণ আগে স্টেজে সালমান রুশদীর পরিচিতিমূলক পর্ব চলাকালীন অতর্কিত এসে লেখকের ওপর হামলা করে একজন লোক। ঘুষি এবং ছুড়িকাঘাত করা হয় সালমান রুশদীকে। আহত অবস্থায় মেঝেতে পড়ে যান রুশদী। এরপর হামলাকারীকে আটক করা হয়েছে। সালমান রুশদীর সর্বশেষ অবস্থা সম্পর্কে কিছু জানা যায়নি বলে উল্লেখ রয়েছে বিভিন্ন প্রতিবেদনে।

পশ্চিম নিউইয়র্কের শেতুকুয়া ইনস্টিটিউশনে হামলার পর মেঝেতে লুটিয়ে পড়েন সালমান রুশদী। ছবি: সংগৃহীত

রুশদীর বই ‘দ্য স্যাটানিক ভার্সেস’ ইরানে ১৯৮৮ সাল থেকে নিষিদ্ধ করা হয়েছে। কারণ, অনেক মুসলমান বইটিকে ধর্ম অবমাননামূলক হিসেবে অভিহিত করে। এক বছর পর ইরানের প্রয়াত নেতা আয়াতুল্লাহ খোমেনি লেখক রুশদির মৃত্যুর আহ্বান জানিয়ে ফতোয়া জারি করেন। সালমান রুশদীকে হত্যা করার জন্য ৩ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা করা হয়। ইরানের সরকার খোমেনির এই ফতোয়া থেকে নিজেকে দূরে সরিয়ে রেখেছে। তবে পাল্টায়নি রুশদীবিরোধী মনোভাব।

/এম ই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply