ইংলিশ প্রিমিয়ার লিগে আজ মাঠে নামছে ম্যানসিটি, আর্সেনাল, ম্যানইউ

|

ছবি: সংগৃহীত

ইংলিশ প্রিমিয়ার লিগে আজ থেকে শুরু হচ্ছে দ্বিতীয় রাউন্ডের খেলা। রাত ৮টায় শুরু হবে আর্সেনাল-লেস্টার সিটি, ম্যানচেস্টার সিটি-বোর্নমাউথ ম্যাচ। আর রাত সাড়ে ১০টায় লড়বে ম্যানইউ-ব্রেন্টফোর্ড।

গ্যাব্রিয়েল হেসুসসহ বেশ কিছু ফুটবলার দলে ভিড়িয়ে প্রাক মৌসুম প্রস্তুতিতে উজ্জ্বল পারফরম্যান্সের পর জয় দিয়ে লিগ অভিযান শুরু করেছে আর্সেনাল। এবার গানারদের ধরা হচ্ছে টপ ফোরের দাবিদার হিসেবে। লেস্টারকে হারিয়ে জয়ের সেই ধারাবাহিকতা ধরে রাখতে চায় আর্তেতার দল।

বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি শিরোপা ধরে রাখার লড়াইয়ে অন্যতম ফেভারিট। আগের মৌসুমের দলের সাথে অ্যারলিং হাল্যান্ডের অন্তর্ভুক্তিতে আরও ভয়ানক হয়ে উঠেছে সিটিজেনরা। প্রথম ম্যাচেই জোড়া গোল করে হাল্যান্ড জানান দিয়েছেন নিজের আগমনী বার্তা। সবকিছু ঠিক থাকলে বোর্নমাউথের বিপক্ষে সহজ জয় পাওয়ার কথা সিটির।

আরও পড়ুন: অকাল অবসরে নারী সাঁতারু জুনাইনা, আসছেন ছোটবোন জুমাইমা

অন্যদিকে দারুণ বিপাকে ম্যানচেস্টার ইউনাইটেড। রোনালদোর ক্লাব ছাড়ার আকাঙ্খা, কোচ টেন হাগের সাথে দ্বন্দ্ব আর গেল মৌসুমের অফ ফর্ম সঙ্গী রেড ডেভিলদের। প্রথম ম্যাচে হার দিয়ে লিগ শুরু করেছে ম্যানইউ। মূল একাদশে রাখা হয়নি সিআর সেভেনকে। ব্রেন্টফোর্ড বিপক্ষে তাই খুব করে জয় চায় দলটি।

জেডআই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply