বন্যা মোকাবেলায় পাকিস্তানকে ১ মিলিয়ন ডলার সহায়তার ঘোষণা যুক্তরাষ্ট্রের

|

বন্যা মোকাবেলায় পাকিস্তানকে ১০ লাখ ডলার সহায়তা দেয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। পাকিস্তানে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ডোনাল্ড ব্লোম ও সিন্ধু প্রদেশের মুখ্যমন্ত্রী সৈয়দ মুরাদ আলি শাহের সঙ্গে বৈঠকের সময় অনুদানের এ ঘোষণা আসে। খবর জিও নিউজের।

চলতি মৌসুমে পাকিস্তানে বন্যা পরিস্থিতি মারাত্মক আকার ধারণ করেছে। এরইমধ্যে বন্যায় শতাধিক মানুষ নিহত হয়েছেন। বেড়েছে গৃহহীনের সংখ্যাও।

বৈঠকে সিন্ধুর মুখ্যমন্ত্রী মার্কিন রাষ্ট্রদূতকে ভারি বর্ষণে ক্ষয়ক্ষতি সম্পর্কে অবহিত করেন। ভারি বৃষ্টিতে সিন্ধুর তিনটি বিভাগের মধ্যে আটটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও জানান তিনি।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply