ব্রাজিলে আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে প্রেসিডেন্ট বলসোনারোর পক্ষে-বিপক্ষে বিশাল সমাবেশ হয়েছে। শনিবার (১৩ আগস্ট) রিও ডি জেনিরো শহরে তার জনসভায় অংশ নেয় লাখো মানুষ।
এদিন বক্তব্যে নানা নির্বাচনি ইশতেহার ঘোষণা করেন তিনি। বাকস্বাধীনতা রক্ষায় কাজ করার প্রতিশ্রুতিও দেন কট্টর ডানপন্থী এ নেতা। বিপুল জনগণের উপস্থিতি বলসোনারোর শক্তিশালী অবস্থানকে তুলে ধরছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
এদিকে, সাও পাউলো শহরে বলসোনারোর বিরুদ্ধে বিক্ষোভ করেছেন হাজারো নারী। এদিন নারী ক্ষমতায়নে কার্যকর কোনো নীতি বাস্তবায়ন না করায় নিন্দা জানান তারা। বলসোনারোর ফের প্রেসিডেন্ট নির্বাচিত হলে গণতন্ত্রের জন্য তা হুমকিস্বরূপ হবে বলে দাবি তাদের।
অক্টোবরের আসন্ন নির্বাচনের জরিপে এখনও প্রতিদ্বন্দী লুলা ডি সিলভার থেকে পিছিয়ে বলসোনারোর। নারীদের সমর্থন লুলার অবস্থানকে শক্তিশালী করছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
/এডব্লিউ
Leave a reply