সিনিয়র করেসপনডেন্ট, নাটোর
নাটোরের বড়াইগ্রাম ও সিংড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে। রোববার (১৪ আগস্ট) সকাল ৯টার দিকে বড়াইগ্রাম উপজেলার নটাবাড়িয়া উত্তরপাড়া এলাকায় রাস্তা পার হওয়ার সময় মোটর সাইকেলের ধাক্কায় মাজেদা বেওয়া নামে এক বৃদ্ধার মৃত্যু হয়। অপরদিকে, দুপুর ১টার দিকে সিংড়ায় ট্রাকের সাথে মোটরসাইকের সংঘর্ষে অজ্ঞাত মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সিদ্দিক জানান, মাজেদা বেওয়া তার নিজ বাড়ি থেকে বের হয়ে এক আত্মীয়ের বাড়িতে যাচ্ছিলেন। এ সময় রাস্তা পার হওয়ার সময় দ্রুত গতির একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে বৃদ্ধা মাজেদা বেওয়া গুরুতর জখম হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তার মৃত্যু হয়।
আরেকদিকে সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুর এ আলম সিদ্দিকি জানান, সিংড়া উপজেলার ১২ নম্বর রামানন্দ খাজুরা ইউনিয়নের নাটোর বগুড়া মহাসড়কের আরজদর্গা নামক স্থানে বগুড়াগামী একটি ট্রাকের সাথে সিংড়াগামী একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক ঘটনাস্থলেই মারা গেছে।
এটিএম/
Leave a reply