সাতক্ষীরা প্রতিনিধি:
সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে রায়মঙ্গল নদীর কচুখালী চর থেকে গাছে বাঁধা অবস্থায় নয়টি ভারতীয় গরু জব্দ করেছে নৌপুলিশ। এ ঘটনায় কোনো পাচারকারীকে এখনো আটক করা যায়নি।
সোমবার (১৫ আগস্ট) ভোর ৫টার দিকে গরুগুলো জব্দ করা হয়। সুন্দরবন উপকূলীয় শ্যামনগর উপজেলার রায়নগর নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ তারক বিশ্বাস জানান, সুন্দরবনে গাছে বাঁধা পরিত্যক্ত অবস্থায় নয়টি ভারতীয় গরু জব্দ করা হয়েছে। জব্দ তালিকায় গরুগুলোর আনুমানিক মূল্য ৪ লাখ ৬৫ হাজার টাকা। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা মতো এ বিষয়ে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।
নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ তারক বিশ্বাস আরও বলেন, ভারত থেকে গুরুগুলো পাচার করে বাংলাদেশে আনা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো পাচারকারীকে শনাক্ত করা যায়নি। সীমান্ত এলাকায় নৌপুলিশের নজরদারি বাড়ানো হয়েছে।
এসজেড/
Leave a reply