ফায়ার সার্ভিসের আড়াই ঘণ্টার চেষ্টার পর রাজধানীর চকবাজারে পলিথিন ও প্লাস্টিক কারখানার আগুন নিয়ন্ত্রণে এসেছে। নির্বাপণে কাজ করেছে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট। ফায়ার সার্ভিস প্রাথমিকভাবে জানিয়েছে, এই অগ্নিকাণ্ডে কেউ হতাহত হয়নি।
সোমবার (১৫ আগস্ট) ঘটে এই অগ্নিকাণ্ড। ধারণা করা হচ্ছে, একটি খাবার হোটেল থেকে আগুনের সূত্রপাত ঘটে। পরে আগুন ছড়িয়ে পড়ে আশেপাশের কারখানা ও ভবনে। ফায়ার সার্ভিস জানিয়েছে, আগুনের সূত্রপাত কীভাবে হলো তা জানা যাবে তদন্তের পর।
যেখানে আগুনের ঘটনা ঘটেছে সেখানে দীর্ঘদিন ধরেই অবৈধ কারখানায় পলিথিন ব্যাগ উৎপাদন করা হচ্ছে। এসব কারখানা বন্ধে প্রশাসন নানা সময়ে নানা উদ্যোগের কথা বললেও বহাল তবিয়তে চলছে সেগুলো। কারও কারও অভিযোগ, অবৈধ এসব কারখানা চালাতে প্রশাসনসহ উচ্চমহলের যোগসাজশ রয়েছে।
/এম ই
Leave a reply