ন্যান্সি পেলোসির পর তাইওয়ানে আরও ৫ মার্কিন আইনপ্রণেতা

|

ছবি: সংগৃহীত

মার্কিন স্পিকার ন্যান্সি পেলোসির তাইওয়ান সফরের ১২ দিনের ব্যবধানে এলাকাটি পরিদর্শনে গেলেন আরও পাঁচ মার্কিন আইনপ্রণেতা। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

রোববার রাতে দু’দিনের সফরে তারা তাইপের আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। দলটির নেতৃত্ব দিচ্ছেন সিনেটর ইডি মার্কে। সোমবার সকালে তারা প্রেসিডেন্ট সাই ইং ওয়েনের সাথে সাক্ষাৎ করবেন। এরপরই তাইওয়ানের শীর্ষ রাজনীতিক-কূটনীতিকদের সাথে বৈঠকে বসবেন। মার্কিন-তাইপে সম্পর্ক, আঞ্চলিক নিরাপত্তা, বাণিজ্য-বিনিয়োগ এবং জলবায়ু পরিবর্তন হবে তাদের আলোচনার মূল ইস্যু।

চলতি মাসের শুরুতেই চীনের বাধাবিপত্তি উপেক্ষা করে তাইওয়ান সফর করেন মার্কিন স্পিকার ন্যান্সি পেলোসি। এরপরই অঞ্চলটির স্পর্শকাতর সমুদ্রসীমায় সামরিক মহড়া শুরু করে বেইজিং। রোববারও তাইওয়ানের আকাশসীমা লঙ্ঘন করে চীনের ১১টি যুদ্ধবিমান ও ছয়টি যুদ্ধজাহাজ।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply