কম্পলায়েন্স মিটিং না হওয়া পর্যন্ত বিআরটি প্রকল্পের কাজ বন্ধ থাকবে, এমন কথা জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম।
মঙ্গলবার (১৬ আগস্ট) সকালে রাজধানীর উত্তরায় দুর্ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে এ কথা বলেন তিনি। বলেন, বিআরটির কাজের সময় ন্যূনতম নিরাপত্তা ছিল না। ঝুঁকির বিষয়টি গুরুত্ব না দিয়ে দিনের পর দিন তারা কাজ করে আসছে।
আগামী বৃহস্পতিবার বিআরটি ও ঠিকাদারি প্রতিষ্ঠানকে ঢাকা উত্তর সিটি করপোরেশন অফিসে ডাকা হয়েছে। নিরাপত্তা না থাকা ও এই দুর্ঘটনার জবাব দিতে হবে তাদের।
আতিকুল ইসলাম বলেছেন, গতকালের দুর্ঘটনার জন্য ঠিকাদারি প্রতিষ্ঠানের অবহেলা স্পষ্ট। আগেও নিরাপত্তা ইস্যুতে নানান ঝামেলা করেছে তারা। এদিকে গতকালের দুর্ঘটনায় নিজেদের গাফিলতির কথা স্বীকার করেছেন বিআরটির এমডি শফিকুল ইসলাম। তিনি বলেন, ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না গ্যাঝুবা গ্রুপ করপোরেশনের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
/এমএন
Leave a reply