ফের ক্রাইমিয়ার রুশ ঘাটিতে বিস্ফোরণ, বিপুল ক্ষয়ক্ষতির তথ্য স্বীকার করলো রাশিয়া

|

ছবি: সংগৃহীত

এক সপ্তাহের ব্যবধানে আবারও বড় ধরনের বিস্ফোরণের ঘটনা ঘটেছে ক্রাইমিয়ার রুশ সেনা ঘাঁটিতে। মস্কোর দাবি, ঘাঁটিটিতে নাশকতা চালিয়েছে ইউক্রেন।

বিবৃতিতে বলা হয় মঙ্গলবার (১৬ আগস্ট) ঝ্যানকোই শহরে অবস্থিত ঘাঁটিটির অস্ত্রাগার, বিদ্যুৎকেন্দ্র এবং সংযুক্ত একটি রেলস্টেশনে হামলা চালিয়েছে ইউক্রেনীয় সেনারা। এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে অস্ত্রাগারটিতে।

কয়েক দফা বিস্ফোরণের পর আগুন ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে পুরো এলাকাজুড়ে। এই প্রথম ইউক্রেনীয় বাহিনীর হামলায় এত বিপুল পরিমাণ ক্ষয়ক্ষতির কথা স্বীকার করলো রাশিয়া। হামলায় গুরুতর আহত হয়েছেন অন্তত দু’জন। আশপাশের এলাকা থেকে সরিয়ে নেয়া হয়েছে প্রায় ২ হাজার বেসামরিক নাগরিককে।

আরও পড়ুন: জম্মু-কাশ্মিরে নিরাপত্তা বাহিনীর সদস্যদের বহনকারী বাস খাদে, ৬ জন নিহত

এর আগে, গেল সপ্তাহে কৃষ্ণসাগর এলাকায় রুশ ঘাঁটিতে হামলা চালিয়ে একাধিক যুদ্ধবিমান ধ্বংসের দাবি করে ইউক্রেন।

সূত্র: বিবিসি

জেডআই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply