গোয়ালন্দে বাস চাপায় নিহত ফল বিক্রেতা

|

রাজবাড়ী প্রতিনিধি:

ঢাকা-খুলনা মহাসড়কের রাজবাড়ী গোয়ালন্দের পদ্মার মোড় এলাকায় দ্রুতগতির বাস চাপায় ফজর আলী শেখ (৩৬) নামের এক ভ্রাম্যমাণ ফল বিক্রেতা নিহত হয়েছে। শুক্রবার (১৯ আগস্ট) বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফল বিক্রেতা গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের হাচেন মোল্লা পাড়ার জেন্নাত আলীর ছেলে।

জানা যায়, নিহত ফজর আলী শেখ ভ্যানে বিভিন্ন ফল নিয়ে নানা স্থানে ফেরি করে বিক্রি করতেন। শুক্রবার তিনি দৌলতদিয়া ঘাট থেকে গোয়ালন্দ বাজারের দিকে যাওয়ার সময় গোয়ালন্দ পদ্মার মোড় এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী দ্রুতগতির দর্শনা ডিলাক্সের একটি বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।

প্রত্যক্ষদর্শীরা অভিযোগ করেন, বাসটি নিয়ম ভেঙে ডান পাশ দিয়ে আসছিল। এ কারণে দুর্ঘটনা ঘটে।

নিহতের ভগ্নীপতি ও দৌলতদিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মেম্বার আব্দুল গফুর খান বিষয়টি নিশ্চিত করে জানান, ঘাতক বাসটিকে দৌলতদিয়ায় আটক করা হয়েছে। ঘটনাস্থলে থানা পুলিশ ও হাইওয়ে পুলিশ আছে। তাদের পরামর্শ অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply