কারওয়ান বাজারে চালের আড়তে খাদ্য মন্ত্রণালয়ের অভিযান

|

ছবি: সংগৃহীত

রাজধানীর কারওয়ান বাজারে চালের দামের বিষয়ে নজরদারি করতে অভিযান পরিচালনা করেছে খাদ্য মন্ত্রণালয়ের একটি বিশেষ দল। শুক্রবার (১৯ আগস্ট) সকালে শুরু হয় এই অভিযান।

অভিযানে দেখা যায় বাজারে মিনিকেট চাল ৭২ টাকা, নাজিরশাইল কেজি প্রতি ৯২ টাকা এবং আটাইশ ৫৮ থেকে ৬০ টাকায় বিক্রি করা হচ্ছে দোকানগুলোতে। নির্ধারিত দামের থেকে বেশি রাখার বিষয়ে কোনো সদুত্তর দিতে পারেননি পাইকাররা। কোনো দোকানেই দেখা মিলেনি চাল ক্রয়ের পাকা রসিদের।

অভিযানের সময় অনেক আড়তদার দোকান খালি রেখেই সরে পড়েন। এ সময় মন্ত্রণালয়ের অভিযানে কোনো জরিমানা করা না হলেও অতিরিক্ত মুনাফালোভীদের বিরুদ্ধে এমন কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানানো হয় মন্ত্রণালয়ের পক্ষ থেকে।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply