উত্তরার গার্ডার দুর্ঘটনায় ক্রেন চালকসহ ১০ জন রিমান্ডে

|

রাজধানীর উত্তরায় ক্রেন থেকে গার্ডার পড়ে ৫ জন নিহতের ঘটনায় অভিযুক্ত ক্রেন চালকসহ ১০ জনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শুক্রবার (১৯ আগস্ট) তাদের রিমান্ড মঞ্জুর করা হয়।

প্রসঙ্গত, গত সোমবার (১৫ আগস্ট) বিকেল সাড়ে চারটার দিকে বিআরটির উড়াল সড়ক নির্মাণ প্রকল্পের ক্রেন থেকে গার্ডার পড়ে প্রাইভেটকারে থাকা ৫ জন যাত্রী নিহত হন। আর আহত হন দু’জন।

এদিকে, বৃহস্পতিবার (১৮ আগস্ট) দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে র‍্যাবের গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন জানিয়েছেন, গার্ডার পড়ার ঘটনার সময় ক্রেনটি চালাচ্ছিলেন চালকের সহকারী রাকিব হোসেন। আর ক্রেন অপারেটর আল আমিন বাইরে থেকে নির্দেশনা দিচ্ছিলেন। দুর্ঘটনার পর অপারেটর আল আমিন ও হেলপার রাকিব ঘটনাস্থল হতে পলায়ন করেন। আল আমিনের ভারী গাড়ি চালানোর লাইসেন্স নাই। হেলপার রাকিবেরও কোনো লাইসেন্স নাই। আর ক্রেনটির ফিটনেস ছিল না।

ধারণ ক্ষমতার অতিরিক্ত ওজনের গার্ডার উত্তোলনের জন্য ক্রেনটি নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকারের ওপর ছিটকে পড়ে এ দুর্ঘটনা ঘটে বলে উল্লেখ জানায় র‍্যাব।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply