রাশিয়ার অস্ত্র প্রদর্শনী, তুলে ধরা হয় সর্বাধুনিক সমরাস্ত্র

|

খুব কাছে থেকে অত্যাধুনিক সামরিক অস্ত্র-সরঞ্জাম, সাজোয়া যান দেখার সুযোগ মিলছে অল রাশিয়া আর্মি ফোরাম-২০২২ এর প্রদর্শনীতে। শুক্রবার (২০ আগস্ট) নোভোসিবিরস্কের বিমান ঘাঁটিতে শুরু হয় এ প্রদর্শনী।

বার্ষিক প্রদর্শনীটির এবারের আয়োজন ভিন্ন আগের গুলোর তুলনায়। কারণ অন্যান্য সমরাস্ত্রের পাশাপাশি তুলে ধরা হয় ইউক্রেনে চলমান অভিযানে ব্যবহৃত অস্ত্র-শস্ত্র। প্রদর্শন করা হয় সেনা ও বিমান বাহিনীর ব্যবহৃত অর্ধশতাধিক ট্যাংক, এম আই টোয়েন্টি ফোর হেলিকপ্টার, অ্যান্টি এয়ারক্রাফট মিসাইল, এস ফোর হান্ড্রেড ক্ষেপণাস্ত্র ব্যবস্থা, অত্যাধুনিক রাইফেলসহ নানা ধরণের অস্ত্র। ধরে দেখার সুযোগ পান দর্শনার্থীরা।

শুক্রবার থেকে শুরু হওয়া প্রদর্শনী চলবে রোববার পর্যন্ত। গত সোমবার ‘আর্মি-২০২২’ মিলিটারি এক্সপো’র উদ্বোধনীতে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানান, লাতিন আমেরিকা, এশিয়া ও আফ্রিকার দেশগুলোকে এসব অস্ত্র বিক্রি করতে চায় রাশিয়া।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply