রাঙ্গামাটিতে আবারও পাহাড় ধস : প্রাণ গেলো ১০ জনের

|

টানা বর্ষণে রাঙ্গামাটির নানিয়ার চরের বিভিন্ন জায়গায় পাহাড় ধসে ১০ নিহতের খবর পাওয়া গেছে।

সোমবার থেকেই প্রচণ্ড ঝড়ো হাওয়াসহ বৃষ্টি হচ্ছিল পাহাড়ি জনপদে। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকেও বার বার ঝুঁকিপূর্ণ বসবাসকারীদের সরে যেতে নির্দেশ দেয়া হয়। এর মাঝেই নানিয়ার চরের বিভিন্ন স্থানে প্রচণ্ড বর্ষণে পাহাড়ের মাটি ধসে পড়ে।

বড়পুল নামক এলাকায় নিহত হন একই পরিবারের চার জন। শেকলপাড়া এলাকায় ৪ ও হাতিমারা এলাকায় আরও দু’জনের মৃত্যু হয়েছে। এখনও বেশ কয়েক জন নিখোঁজ থাকার খবরও শোনা যাচ্ছে।

এদিকে, কক্সবাজারের মহেশখালীতে পাহাড় ধসে একজন নিহত হয়েছেন। প্রবল বৃষ্টিতে উখিয়ায় গাছ চাপা পড়ে মারা গেছেন এক রোহিঙ্গা।

প্রবল বর্ষণে খাগড়াছড়ি জেলা শহরের মুসলিমপাড়া, গঞ্জপাড়া, শব্দমিয়া পাড়া, গোলাবাড়িসহ বেশ কয়েকটি এলাকায় প্লাবিত হয়েছে। ডুবে গেছে শহরের শাপলা চত্বর ও বাস টার্মিনাল সড়ক। পানি ঢুকে গেছে কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান ও ফায়ার সার্ভিস ষ্টেশনেও। পানিবন্দি হয়ে পড়েছে কয়েক হাজার পরিবার। কয়েক হাজার মানুষকে নিয়ে যাওয়া হয়েছে আশ্রয়কেন্দ্রে। রাত থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে পুরো জেলা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply