গ্রেফতারের মুখোমুখি ইমরান খান

|

ছবি: সংগৃহীত

নিষিদ্ধ তহবিল মামলায় তদন্ত কমিটির সামনে অনুপস্থিত থাকলে কিংবা মামলা সংক্রান্ত নোটিশের জবাব দিতে ব্যর্থ হলে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে গ্রেফতার করার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তানের ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সি (এফআইএ)।

ডেইলি স্টেটম্যান’র এক প্রতিবেদনে বলা হয়, পার্টির তহবিল এবং অ্যাকাউন্টের বিবরণ পেতে ইমরান খানকে গ্রেফতারে আইনানুযায়ী আদালত থেকে অনুমতি পাবে সংস্থাটি। তিনটি নোটিশ জারির পর পিটিআই প্রধানকে গ্রেফতারের চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হতে পারে।

১০ আগস্ট পার্টির তহবিল এবং অ্যাকাউন্টের বিবরণ দেয়ার জন্য প্রথম নোটিশ জারি করে এফআইএ। তবে সে নোটিশ পেয়েও এফআইএ তদন্ত দলের সামনে উপস্থিত হননি ইমরান খান।

এফআইএ ব্যাংকিং সার্কেল বারবার ইমরান খানকে কোম্পানির ব্যাংক অ্যাকাউন্টের বিশদ বিবরণ দিতে বলেছে। কিন্তু ইমরান খান বলেছেন, তিনি এফআইএ’র কাছে জবাবদিহি করতে পারেন না বা সংস্থাটি তাকে কোনো তথ্য সরবরাহ করতে বাধ্য করতে পারে না।

/এনএএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply