কক্সবাজার প্রতিনিধি:
আবহাওয়ার উন্নতি হয়েছে কক্সবাজারে। বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের ফলে শুক্রবার (১৯ আগস্ট) দিনভর গুড়ি গুড়ি বৃষ্টি ও ধমকা হাওয়া বয়ে গেলেও শনিবার (২০ আগস্ট) সকাল থেকে কক্সবাজারের কোথাও বৃষ্টিপাতের খবর পাওয়া যায়নি। আকাশও পরিষ্কার ছিল। ফলে তিনদিন পর সেন্টমার্টিন-টেকনাফ রুটে নৌ চলাচল শুরু হয়েছে। তবে সমুদ্র বন্দরে তিন নম্বর সতর্ক সংকেত এখনও বহাল রয়েছে।
আবহাওয়ার উন্নতি হওয়ায় তিনদিনের ছুটিতে কক্সবাজারে ভ্রমণে আসা পর্যটকদের সৈকতসহ বিভিন্ন স্থানে স্বচ্ছন্দে ভ্রমণ করতে দেখা গেছে। তবে পর্যটকদের সংখ্যা শুক্রবারের তুলনায় কম। জানা গেছে, সতর্কতা সংকেত থাকায় অনেকেই সকালে ফিরে গিয়েছেন। আবার অনেকে আবহাওয়া ভালো থাকায় হিমছড়ি, ইনানিসহ আশেপাশের বিভিন্ন দর্শনীয় স্থানে ভ্রমণে গেছেন।
এদিকে শুক্রবার বিকেলে কক্সবাজারের নাজিরারটেক পয়েন্টে ট্রলার ডুবির ঘটনায় নিখোঁজ সাত জনের হদিস এখনও মেলেনি। ট্রলার মালিক জাকির হোসেন নিজেও অসুস্থ হয়ে পড়ায় নিখোঁজ জেলেদের সঠিক তথ্য জানা যায়নি।
এসজেড/
Leave a reply