ইনজুরিতে এশিয়া কাপ থেকে ছিটকে গেলেন শাহীন আফ্রিদি

|

ছবি: সংগৃহীত

ইনজুরিতে পড়ে এশিয়া কাপ থেকে ছিটকে গেলেন পাকিস্তানের স্পিডস্টার শাহীন শাহ আফ্রিদি। এই ঘটনায় পাকিস্তানের এশিয়া কাপ মিশনে তাই লেগেছে বড় এক ধাক্কা। শ্রীলঙ্কার বিপক্ষে গল টেস্টে ফিল্ডিংয়ের সময় ডান পায়ের লিগামেন্ট ইনজুরিতে পড়েন এই বাঁহাতি স্ট্রাইক বোলার।

শাহীন আফ্রিদির সর্বশেষ মেডিকেল রিপোর্টে এসেছে, সেরে উঠতে আরও ৪-৬ সপ্তাহ লেগে যাবে তার। ঘরের মাঠে ইংল্যান্ড সিরিজও তাই মিস করতে পারেন শাহীন আফ্রিদি। তবে অক্টোবরে নিউজিল্যান্ড ও ইংল্যান্ডের বিরুদ্ধে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ দিয়ে তার ফেরার সম্ভাবনা রয়েছে।

পিসিবির প্রধান মেডিকেল অফিসার নাজিবুল্লাহ সুমরো বলেন, আমি শাহীনের সাথে কথা বলেছি। সে স্বাভাবিকভাবেই হতাশ। তবে তার মতো সাহসী ছেলে অবশ্যই দেশের হয়ে খেলার জন্য দ্রুততম সময়ের মাঝেই সেরে উঠবে। রটারডামে পুনর্বাসনে থাকার সময় তার ফিটনেসের উন্নতি হয়েছে। তবে তখন পরিষ্কার হয়েছে যে, সইম্পূর্ণ সেরে উঠতে আরও সময় লাগবে।

আরও পড়ুন: এশিয়া কাপের জন্য শ্রীলঙ্কার ২০ সদস্যের স্কোয়াড ঘোষণা

/এম ই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply