রোহিঙ্গা ক্যাম্পে বসানো হচ্ছে টেলিটকের বুথ, তবে আপাতত রোহিঙ্গাদের কাছে কোনো ধরনের সিম বিতরণ বা বিক্রি করা হবে না বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম। যোগাযোগের স্বার্থে, রোহিঙ্গা ক্যাম্পে স্থাপিত টেলিটক বুথ থেকে মোবাইলে কথা বলতে পারবেন শরণার্থীরা।
দুপুরে, বিটিআরসি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
বর্তমানে রোহিঙ্গারা মোবাইল সিম সংগ্রহ করে কথা বলেছেন, এই অভিযোগ স্বীকার করে প্রতিমন্ত্রী বলেন, স্থানীয়রা অতিরিক্ত লাভের আশায় তাদের নিজের নামে নিবন্ধন করা সিম রোহিঙ্গাদের কাছে বিক্রি করছে। গত জুলাই থেকে ওই এলাকার সচল হওয়া সিমগুলো পরীক্ষা করে, বিক্রেতাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার কথা জানান মন্ত্রী।
রোহিঙ্গাদের যোগাযোগের স্বার্থে, তিন দিনের মধ্যে শরণার্থী ক্যাম্পগুলোতে বুথ স্থাপন করবে টেলিটক। সেখান থেকে নামমাত্র খরচে বাংলাদেশের ভিতরে কথা বলতে পারবে তারা। রোহিঙ্গাদের নিবন্ধন প্রক্রিয়া শেষ হলে, সেই ডাটাবেজের ওপর ভিত্তি করে সিম ক্রয়ের সুযোগ দেয়ার বিষয়টি পরবর্তীতে বিবেচনা করা হবে বলে জানান তারানা হালিম।
যমুনা অনলাইন: টিএফ
Leave a reply