জব্দ হওয়া বিলাসবহুল রুশ প্রমোদতরী নিলামে তুলছে যুক্তরাষ্ট্র

|

ছবি: সংগৃহীত

জিব্রাল্টার প্রণালিতে জব্দ হওয়া বিলাসবহুল রুশ প্রমোদতরী নিলামে তুলছে যুক্তরাষ্ট্র। আগামী মঙ্গলবার (২৩ আগস্ট) আনুষ্ঠানিকভাবে দর হাঁকা হবে বিলাসবহুল ‘অ্যাক্সিওমা’র।

এর মালিক রুশ ধনকুবের দিমিত্রিভিচ পাম্পিয়ানস্কির ওপর যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইইউ’র নিষেধাজ্ঞা রয়েছে। তার বিরুদ্ধে ঋণ পরিশোধ না করার অভিযোগ তুলেছে মার্কিন ব্যাংক জে পি মরগ্যান। এর পরপরই গত মার্চে সাড়ে সাত কোটি ডলারের জাহাজটি জব্দ করে জিব্রাল্টার প্রণালি কর্তৃপক্ষ।

ধারণা করা হচ্ছে, জে পি মরগ্যানের তহবিলে যাবে নিলামে পাওয়া অর্থ। বিশালাকৃতির প্রমোদতরী অ্যাক্সিওমায় আছে ৬টি কেবিন। যাতে ১২ জন মানুষের থাকার সুব্যবস্থা আছে। ২২ জন ক্রু সদস্যের জন্যও জায়গা রয়েছে। এছাড়া সুইমিং পুল, স্পা, থ্রিডি সিনেমাসহ আছে আধুনিক সব সুবিধা। আছে জেট স্কি ও স্কুবা ডাইভিংয়ের সরঞ্জাম।

আরও পড়ুন: গাড়িবোমা বিস্ফোরণে প্রাণ হারালেন পুতিনের ঘনিষ্ঠ মিত্র আলেক্সান্ডার দুগিনের মেয়ে

সূত্র: ডেইলি মেইল।

জেডআই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply