আগামী ২ সেপ্টেম্বর বাংলাদেশ পার্লামেন্ট জার্নালিস্টস এসোসিয়েশনের সাধারণ সভা ও সাধারণ নির্বাচনের দিন ধার্য করা হয়েছে। রোববার (২১ আগস্ট) সংগঠনটির সংসদ ভবনস্থ কার্যালয়ে নির্বাহী কমিটির সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেয়া হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি উত্তম চক্রবর্তী।
এ সময় জানানো হয়, উল্লিখিত তারিখে সকাল ১০ থেকে সাধারণ সভা এবং বেলা ১২টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
সভায় উপস্থিত ছিলেন সংগঠনটির সাবেক সভাপতি শাজাহান সরদার, বিপিজেএ এর সহ-সভাপতি হারুন আল রশীদ, সাধারণ সম্পাদক কামরান রেজা চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক নিখিল ভদ্র, অর্থ সম্পাদক কাজী মো. আফিফুজ্জামান (কাজী সোহাগ), দফতর সম্পাদক কাজী সাজিদুল হক, নির্বাহী সদস্য আশিষ সৈকত, আসাদুজ্জামান সম্রাট, সুমন মাহবুব ও মো. সিরাজুজ্জামান।
এটিএম/
Leave a reply