ওয়েব সিরিজ দেখে বন্দুক কিনলো কিশোর, বন্ধুদের ভয় দেখাতে গিয়ে গ্রেফতার

|

ছবি: প্রতীকী

ওয়েব সিরিজে ‘অ্যাকশন হিরো’র দেখাদেখি নিজের কাছে বন্দুক রাখার শখে রিভলভারই কিনে বসলো ১৪ বছরের এক কিশোর। বৃহস্পতিবার ওই কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে ভারতের গুজরাটের সুরাটে। খবর আনন্দবাজার পত্রিকার।

পুলিশকে ওই কিশোর জানিয়েছে, অনলাইনে ‘ক্রাইম সিরিজ’ দেখতে সে ভীষণ ভালোবাসে। সেই রকমই একটি সিরিজে এক অভিনেতার হাতে বন্দুক দেখে তার মনে হয়, বন্দুক থাকলে হয়তো বন্ধুদের মধ্যে তার কদর বাড়বে। উত্তরপ্রদেশে ঘুরতে গিয়ে রাজা নামে এক ব্যক্তির কাছ থেকে সে ৬ হাজার রুপি দিয়ে একটি রিভলভার কেনে।

ছেলেটির বন্ধু এবং প্রতিবেশীরা পুলিশকে জানায়, বন্দুক দেখিয়ে সে তাদের ভয় দেখাতো। তাদের করা অভিযোগ পেয়েই পুলিশ তাকে গ্রেফতার করে। বন্দুকটিও বাজেয়াপ্ত করা হয়েছে। তবে বন্দুকের ভিতরে একটি গুলিও ছিল না।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply