জাপানের প্রধানমন্ত্রীর করোনা শনাক্ত

|

জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। রোববার (২১ আগস্ট) তার দফতর থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। খবর রয়টার্সের।

দেশটির মন্ত্রিসভার একজন মুখপাত্র জানিয়েছেন, গতকাল শনিবার ফুমিও কিশিদার সর্দি ও জ্বর দেখা দেয়। রোববার সকালে পিসিআর পরীক্ষায় তার কোভিড-১৯ শনাক্ত হয়।

এদিকে, করোনায় আক্রান্ত হওয়ায় কিশিদাকে তার পূর্ব নির্ধারিত তিউনিসিয়া সফর বাতিল করতে হয়েছে। সেখানে আফ্রিকার উন্নয়ন বিষয়ক এক সম্মেলনে অংশগ্রহণের কথা ছিল তার। বর্তমানে সরকারি বাসভবনে থেকে চিকিৎসা নিচ্ছেন তিনি।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply