দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে নাভিশ্বাস পাহাড়ের জনজীবনে

|

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে রীতিমতো নাভিশ্বাস উঠেছে পাহাড়ের জনজীবনে। সবচেয়ে বেশি কষ্টে আছেন শ্রমজীবী ও সীমিত আয়ের মানুষ। মিলছে না আয় ব্যয়ের হিসাব। রাঙামাটিতে সব পণ্যের দাম বাড়লেও নেই প্রশাসনের তদারকি। ফলে সুযোগ নিচ্ছেন অসাধু ব্যবসায়ীরা।

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পর থেকেই রাঙামাটিসহ তিন পাবর্ত্য জেলায় নিত্যপণ্যের বাজার চড়া। চাল, ডাল, চিনি, তেল, আটা-ময়দার পাশাপাশি শাকসবজি, মাছ-মাংসের দামও বাড়তি। এর মধ্যে গাড়ি ভাড়া বৃদ্ধি যেন মরার ওপর খাঁড়ার ঘায়ের মতো। সবচেয়ে বেশি কষ্টে আছেন খেটে খাওয়া শ্রমজীবী মানুষ। মজুরি দিয়ে দিন চলে না। নুন আনতে পান্তা ফুরায় অবস্থা সবার।

নিত্যপণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধির পরও রাঙামাটিতে নেই বাজার তদারকি বা অভিযান। অসাধু বিক্রেতারা যে যার ইচ্ছামতো দাম আদায় করায় বিপাকে সীমিত আয়ের মানুষ। মিলছে না আয়ের সাথে ব্যয়ের হিসাব। ফলে বাজার নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি তুলছেন স্থানীয়রা।

/এডব্লিউ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply