ঝিনাইদহে চোরের হাতে খুন বৃদ্ধ বাগান মালিক

|

ঝিনাইদহ প্রতিনিধি:

ঝিনাইদহে মাল্টা বাগান পাহারা দেয়ার সময় চোরের হাতে এক বৃদ্ধ কৃষক খুন হয়েছেন। রোববার (২১ আগস্ট) রাত ১১টার দিকে সদর উপজেলার সাগান্না ইউনিয়নের বাটিকাডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত কৃষকের নাম মনু পাঠান (৬৫)।

প্রত্যক্ষদর্শী নিহতের স্ত্রী হালিমা খাতুন ও নাতনী তুলি জানান, রাত সাড়ে ১০টার দিকে মাল্টা বাগান পাহারা দিতে যান তারা। কিছু সময় পরে আনুমানিক ১১টার দিকে মুখে কাপড় বেধে দুই চোর বাগানে ঢুকে পড়ে। তখন চোরদের ধাওয়া করে তারা। ধাওয়া খেয়ে একজন চোর বাগানের বেড়া টপকে পালিয়ে যায়। অন্যজনকে ঝাপটে ধরেন মনু পাঠান। এ সময় চোর তার মাথায় আঘাত করলে সিমেন্টের খুঁটির ওপর গিয়ে পড়ে মনু। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। এ ঘটনায় স্ত্রী হালিমা ও নাতনীর চিৎকারে প্রতিবেশীরা বাগানে ছুটে এসে লাশ উদ্ধার।

সদর থানার ওসি সোহেল রানা রাতেই ঘটনাস্থল পরিদর্শন শেষে জানান, নিহত ব্যক্তি এলাকার একজন হতদরিদ্র কৃষক। অজ্ঞাত চোরেরা হত্যা করেছে তাকে। পুলিশ হত্যাকারীদের ধরতে অভিযান শুরু করেছে।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply