ঝড়ে ভেসে যাওয়া জেলেদের জটিলতা ছাড়া ভারত থেকে ফিরিয়ে আনার দাবিতে মানববন্ধন

|

ঝড়ের কবলে পড়ে ভারতে ভেসে যাওয়া জেলেদের কোনো জটিলতা ছাড়েই দেশে ফিরিয়ে আনার দাবিতে মানববন্ধন হয়েছে বরগুনায়।

সোমবার (২২ আগস্ট) সকালে বরগুনায় বিএফডিসি মৎস্য অবতরণ কেন্দ্রের সামনে এ মানববন্ধনের আয়োজন করেন মৎস্যজীবীরা। মানববন্ধনে অংশ নেয় বরগুনা ট্রলার মালিক সমিতি, আড়ৎ সমিতি, পাইকার সমিতি, বিএফডিসি ঘাট শ্রমিক ইউনিয়নসহ অন্যান্য জেলে ও জেলে পরিবারের সদস্যরা। এ সময় তারা সরকারের উদ্যোগে জেলেদের অবিলম্বে দেশে ফিরিয়ে আনার দাবি জানান। এছাড়াও বিভিন্ন সময়ে ঝড়ের কবলে পড়ে ভারতে গিয়ে যারা কারাবরণ করছেন তাদেরও মুক্তির দাবি জানানো হয়।

বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে ঝড়ের কবলে পড়ে ভারতের কাকদ্বীপ ও বৌদ্ধপুরসহ বিভিন্ন এলাকায় আশ্রয় নেন বাংলাদেশের পাথরঘাটা, বরগুনাসহ বিভিন্ন এলাকার জেলেরা। সম্প্রতি ঝড়ের কবলে পড়ে ট্রলারসহ ১৩ জেলে ভারতে আটকা পড়েন।

/এডব্লিউ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply