বিএনপির কর্মসূচির মধ্যে ছাত্রলীগের পাল্টা কর্মসূচি, ফেনীতে ১৪৪ ধারা জারি

|

ফেনীর পরশুরামে বিএনপির পূর্বনির্ধারিত কেন্দ্রীয় কর্মসূচির জায়গায় ছাত্রলীগ পাল্টা কর্মসূচি ডাকায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।

মঙ্গলবার (২৩ আগস্ট) সকাল ৬টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এই ধারা জারি থাকবে বলে জানান পরশুরামের উপজেলা নিবার্হী কর্মকর্তা সৈয়দা শমসাদ বেগম। তিনি বলেন, উপজেলা প্রাঙ্গন ও আশপাশের এলাকা এর আওতাভুক্ত থাকবে।

উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল হালিম মানিকের অভিযোগ, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে উপজেলা বিএনপি সকাল ৯টায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের কর্মসূচি দেয়া হয়। সেটি পণ্ড করতেই ছাত্রলীগ পাল্টা কর্মসূচির ডাক দেয়।

তবে উপজেলা ছাত্রলীগ সভাপতি আব্দুল আহাদ চৌধুরী জানান, বিএনপি-জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদে সকাল ৯টায় স্টেশন রোডে এক প্রতিবাদ সমাবেশ কর্মসূচি ছিল তাদের।

এর আগে গতকাল সন্ধ্যার পর থেকে এলাকায় মহড়া দেয় ছাত্রলীগ। ৯টার দিকে বিভিন্ন স্থানে ঘটে ককটেল বিস্ফোরণ।

/এডব্লিউ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply