এ যাত্রায় গ্রেফতার এড়ালেন ইমরান খান

|

এ যাত্রায় গ্রেফতার এড়ালেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। সোমবার (২২ আগস্ট) সন্ত্রাসবাদ বিরোধী মামলায় পিটিআই প্রধানকে ৩ দিনের আগাম জামিন দিলেন ইসলামাবাদ হাইকোর্ট। তবে আগামী শুক্রবার তাকে বিশেষ আদালতে হাজিরা দিতে হবে। সরকারের এ অপকৌশলে ক্ষুব্ধ দলীয় নেতাকর্মীরা। তাদের হুমকি, ইমরানকে গ্রেফতার করা হলে রক্তের বন্যা বইবে।

নানা নাটকীয়তায় পাকিস্তানের মসনদ থেকে ইমরান খান সরকারকে হঠানো হলেও, এখনও জনপ্রিয়তার তুঙ্গে তার দল, তেহরিক ই ইনসাফ, পিটিআই। সাবেক প্রধানমন্ত্রীকে কোণঠাসা করতে এবার বিকল্প পথ অবলম্বন করলো শাহবাজ প্রশাসন। করা হলো সন্ত্রাসবাদ বিরোধী আইনের অধীনে মামলা। গ্রেফতারি পরোয়ানা এড়াতে, সোমবার আইনজীবী দল মঞ্জুর করলো ৩ দিনের আগাম জামিন।

পিটিআইয়ের জ্যেষ্ঠ নেতা শাহ মাহমুদ কুরেশি বলেন, ইমরান খানের প্রোটেকশন ট্রানজিট বেইলের আবেদন শুনেছেন ইসলামাবাদ হাইকোর্ট। বৃহস্পতিবার পর্যন্ত পিটিআই প্রধানের জামিন মঞ্জুর হয়েছে। শুক্রবার দিনের শুরুতেই তাকে হাজিরা দিতে হবে সন্ত্রাসবাদ বিরোধী আদালতে।

ইসলামাবাদ হাইকোর্টের আইনজীবী তারিক মাহমুদ মালিক জানান, সন্ত্রাসবাদ বিরোধী বিধিমালার ৭ নম্বর অনুচ্ছেদ অনুসারে ইমরানের খানের বিরুদ্ধে মামলা করা হয়েছে। আদালতের সামনে আইনজীবীকে প্রমাণ করতে হবে, কোনোভাবেই পিটিআই প্রধানের বক্তব্য উসকানিমূলক নয় এবং দেশজুড়ে দাঙ্গাও ছড়াবে না। তাদের সাফাইয়ের ওপর নির্ভর করবে ইমরান খানের ভবিষ্যৎ জামিন।

আর বিক্ষুব্ধ সমর্থকরা বলছেন, ইমরান খানকে গ্রেফতারের আগে জনসমুদ্র পেরোতে হবে পুলিশকে। যা রীতিমতো অসম্ভব। কোনোভাবেই তারা আমাদের নেতাকে ছুঁতে পারবেন না। তাহলে রক্তের বন্যা বয়ে যাবে। যখন যুক্তিতে হেরে যায় ফ্যাসিবাদী সরকার, তখনই পেশিশক্তি প্রয়োগ করে। সস্তা কৌশল প্রয়োগ করা হচ্ছে। ইমরান খান জনগণের নেতা। তাকে গ্রেফতার করা হলে, রাস্তায় জনতার সুনামি হবে।

/এডব্লিউ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply