সপ্তাহে দু’দিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকলে শিক্ষার্থীদের ক্ষতি হবে না বরং পড়াশুনায় উৎসাহ বাড়বে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
মঙ্গলবার (২৩ আগস্ট) গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, বিশ্বজুড়ে বিদ্যুৎ ও জ্বালানী সংকটের সময়ে সাশ্রয়ী হতেই দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে দু’দিনের ছুটির বিষয়ে উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বাকি পাঁচ দিন পরিকল্পনা অনুযায়ী পাঠদান সম্পন্ন করা হবে। শ্রদ্ধা নিবেদনের সময় জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মশিউর উপস্থিত ছিলেন।
ইউএইচ/
Leave a reply