সম্প্রতি একটি পার্টিতে বন্ধুদের সাথে নাচের ভিডিও ভাইরালের পর ব্যাপক সমালোচনার মুখে ডোপ টেস্ট করেন ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী সানা মারিন। অবশেষে এলো সেই ডোপ টেস্টের রেজাল্ট। জানা গেছে, ডোপ টেস্টে নেগেটিভ এসেছে ফলাফল, অর্থাৎ কোনো ধরনের মাদকের উপস্থিতি পাওয়া যায়নি সানা মারিনের শরীরে।
সোমবার (২২ আগস্ট) নরওয়ের প্রধানমন্ত্রীর দফতর থেকে প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
জানা গেছে, নমুনা পরীক্ষায় মাদকের উপস্থিতি মেলেনি প্রধানমন্ত্রী সানা মারিনের শরীরে। কোকেন, গাঁজাসহ বেশ কিছু মাদকের উপস্থিতি শনাক্তে চালানো হয় এ পরীক্ষা। সম্প্রতি, বন্ধুদের সাথে একটি পার্টিতে নাচের ভিডিও প্রকাশের পর ব্যাপক সমালোচনার মুখে এ টেস্ট করান সানা। এমনকি এ মাদক পরীক্ষার সকল খরচ তিনি নিজেই দিয়েছেন বলেও জানিয়েছে কর্তৃপক্ষ।
এদিকে, ভিডিও ভাইরালের জেরে চরম সমালোচনার পাশাপাশি অনেকের পক্ষ থেকে সমর্থনও মিলছে মারিনের। তার সমর্থনে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই শেয়ার করছেন নিজেদের পার্টিতে নাচের ভিডিও।
/এসএইচ
Leave a reply