ভোলা প্রতিনিধি:
ভোলায় ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে মো. ইসমাইল হোসেন টিটু (৪০) নামে এক বিজিবি সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় সিএনজির ড্রাইভারসহ আরও ৪ জন আহত হয়েছে। আহতরা ভোলা সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
নিহত ইসমাইল হোসেন টিটু ভোলা সদর উপজেলার বাপ্তা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মুছাকান্দি গ্রামের মো. আনোয়ার হোসেনের ছেলে এবং খাগড়াছড়িতে বিজিবিতে কর্মরত ছিলেন। আজ মঙ্গলবার (২৩ আগস্ট) রাত ৮টার দিকে ভোলা-লক্ষ্মীপুর সড়কের ইলিশা বাজার সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতের বড় ভাই মো. মহসিন ও স্থানীয়রা জানান, নিহত বিজিবি সদস্য ছুটিতে খাগড়াছড়ি থেকে গ্রামের বাড়ির উদ্দেশে রওনা করেন। ইলিশা জংশন থেকে তিনিসহ আরও ৪ জন সিএনজিতে করে ভোলা সদরের উদ্দেশে আসছিলেন। ইলিশা বাজার সংলগ্ন এলাকায় আসলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ইসমাইল হোসেন টিটু নিহত হন। এছাড়াও এ ঘটনায় সিএনজির ড্রাইভারসহ আরও ৪ যাত্রী আহত হন।
ভোলা মডেল থানার কর্মকর্তা (ওসি) মো. এনায়েত হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে সদর হাসপাতলে নিয়ে আসে। এ ঘটনায় ঘাতক ট্রাকসহ একজন হেলপারকে আটক করা হয়েছে। এ বিষয়ে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
জেডআই/
Leave a reply