আফগানিস্তানে আকস্মিক বন্যা ও ভূমিধসে কমপক্ষে ১০০ জনের মতো প্রাণ হারিয়েছেন। কয়েক হাজার ঘরবাড়ি ভেসে যাওয়ায় বাস্তুচ্যুত বহু মানুষ। খবর রয়টার্সের।
দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী মৌলানা শরফুদ্দিন মুসলিম জানিয়েছেন, ১০ দিন যাবৎ প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত পাকিস্তানের ১০টি প্রদেশ। সেসেব জায়গায় হতাহতের ঘটনা ঘটেছে। সাধ্যমতো ত্রাণ সহযোগিতা পৌঁছানোর চেষ্টা করা হচ্ছে বলেও জানান তিনি।
শরফুদ্দিন মুসলিম বলেন, আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থাগুলো সহায়তায় এগিয়ে এসেছে। কিন্তু সেটি যথেষ্ট নয়। কারণ, শীতকাল চলে আসছে। দুর্যোগ পরবর্তী ভোগান্তিতে পড়বেন লাখো মানুষ। গেলো জুনেই জোরালো ভূমিকম্পে প্রাণ হারান দেশটির কমপক্ষে ১ হাজার বাসিন্দা।
/এমএন
Leave a reply