সেপ্টেম্বরে দুটি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা

|

ছবি: সংগৃহীত

বিশ্বকাপের আগে দুটো প্রস্তুতি ম্যাচ খেলবে সাবেক বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ২৩ সেপ্টেম্বর হন্ডুরাসের বিপক্ষে এবং ২৭ সেপ্টেম্বর জ্যামাইকার বিপক্ষে প্রীতি ম্যাচে মাঠে নামার কথা লিওনেল মেসির দলের।

হন্ডুরাসের সাথে আর্জেন্টিনার ম্যাচটি নিশ্চিত করেছে হন্ডুরাস ফুটবল অ্যাসোসিয়েশন। মিয়ামির হার্ড রক স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই ম্যাচ। হন্ডুরাস কোচ দিয়েগো মার্টিন ভাসকেজ বলেছেন, আমাদের এই সুযোগটি উপভোগ করা উচিত। কারণ, আর্জেন্টিনা কাতার বিশ্বকাপের অন্যতম ফেভারিট এবং লিওনেল মেসি পৃথিবীর সেরা ফুটবলার। আমরা আমাদের সেরা দলই সাজানোর চেষ্টা করবো যাতে, আর্জেন্টিনার মতো পাওয়ারহাউজের সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে পারি।

২০১৬ সালে সব শেষ মুখোমুখি হয়েছিল দুই দল। সান হুয়ানে অনুষ্ঠিত সে ম্যাচে হিগুয়েইনের একমাত্র গোলে জয় পায় আর্জেন্টিনা। আরেক প্রীতি ম্যাচে জ্যামাইকার বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। সেই ম্যাচটি হতে পারেন ২৭ সেপ্টেম্বর নিউজার্সিতে। আর্জেন্টিনা সর্বশেষ মাঠে নেমেছে গত জুনে এস্তোনিয়ার বিপক্ষে।

আরও পড়ুন: রোমারিওকে ছাড়িয়ে মেসি এখন তিনে

/এম ই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply