রাজবাড়ী প্রতিনিধি:
রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের মৃধা কলেজ এলাকায় মিনি ট্রাক (পিকআপ) ও মাহেন্দ্রার মুখোমুখি সংঘর্ষে মাহেন্দ্রার চালক ও নারী যাত্রীসহ অন্তত ৮ জন আহত হয়েছেন।
বুধবার (২৪ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহত ৫ জনকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। চালকসহ তারা সবাই মাহেন্দ্রার যাত্রী। এর মধ্যে এক নারীর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। হাসপাতালে ভর্তি আহতরা হলেন- আশরাফ, সুজন হাওলাদার, চাঁদ মিয়া, সবিতা ও রানা।
স্থানীয়রা জানায়, কালুখালী থেকে ৯ জন যাত্রী নিয়ে রাজবাড়ীর দিকে আসছিল মাহেন্দ্রাটি এবং রাজবাড়ীর দিক থেকে কুষ্টিয়ার দিকে যাচ্ছিল মিনি ট্রাকটি। মৃধা কলেজ এলাকায় আসলে মাহেন্দ্রা ও মিনি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় মাহেন্দ্রাটি সামনের অংশ দুমড়ে মুচরে ও মিনি ট্রাকের সামনের গ্লাস ভেঙ্গে যায়। এতে মাহেন্দ্রার চালকসহ অন্তত ৮ জন আহত হয়। পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।
পাংশা হাইওয়ে থানা পুলিশের ওসি আসাদুজ্জামান জানান, দুর্ঘটনা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মিনি ট্রাক ও মাহেন্দ্রা জব্দ করা হয়। দুর্ঘটনার পর কৌশলে পালিয়েছেন ট্রাকের চালক ও সহকারীরা। আহতরা সবাই মাহেন্দ্রার যাত্রী।
ইউএইচ/
Leave a reply