যশোরে জেলি দেয়া ৫শ’ কেজি চিংড়ি জব্দ

|

স্টাফ রিপোর্টার, যশোর:

যশোরে জেলি পুশকৃত ৫শ’ কেজি চিংড়ি জব্দ করেছে র‌্যাবের সদস্যরা। বুধবার গভীর রাতে সাতক্ষীরার শ্যামনগর থেকে ঢাকাগামী একটি ট্রাক থেকে জেলি পুশকৃত এ চিংড়ি উদ্ধার করা হয়।

যশোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার লে. কমান্ডার এম নাজিউর রহমান এবং যশোর সদর উপজেলা সিনিয়র মৎস্য পরিদর্শক ও মান নিয়ন্ত্রণ কর্মকর্তা লিপ্টন সরদারের সমন্বয়ে একটি আভিযানিক দল যশোর বেনাপোল সড়কের লাউজানি বাজারে চিংড়ি ভর্তি ১টি ট্রাক থামিয়ে ট্রাকে ভর্তি চিংড়ি মাছে ইনজেকশনের মাধ্যমে জেলি পুশ করেছে কিনা তা পরীক্ষা করেন। এ সময় একটি ট্রাক থেকে ৩৩টি ককসিট ভর্তি চিংড়িতে ইনজেকশনের মাধ্যমে জেলি পুশ করার প্রমাণ পাওয়া যায়। এ সময় চিংড়ির মালিক সাতক্ষীরার দেবহাটার পারুলিয়ার পলাশকে ১০ হাজার, শ্যামনগরের বংশীপুরের রোকনকে ৬০ হাজার এবং পারুলিয়ার হাসানকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

জব্দকৃত ৫০০ কেজি জেলি পুশ করা চিংড়ি মৎস্য কর্মকর্তার সম্মুখে ধ্বংস করা হয়েছে এবং মোবাইলকোর্টের মাধ্যমে জরিমানাকৃত টাকা চালান মোতাবেক সরকারি কোষাগারে জমা দেয়া হয়েছে।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply