রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমার সরকারকে চাপে রাখছে জাতিসংঘ: দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী

|

রোহিঙ্গা প্রত্যাবাসনে জাতিসংঘ বাংলাদেশের পাশে আছে। জাতিসংঘ মিয়ানমার সরকারকে এ বিষয়ে সবসময় চাপে রাখছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান।

বৃহস্পতিবার (২৫ আগস্ট) সচিবালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রীর সাথে মিয়ানমার বিষয়ক জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূত নোয়েলিন হেজার সাক্ষাৎ করেন। এ সময় প্রতিমন্ত্রী মিয়ানমারের জোরপূর্বক বাস্তুচ্যুত নাগরিক রোহিঙ্গাদের তাদের নিজ দেশে প্রত্যাবর্তনের ওপর গুরুত্বারোপ করেন।

মো. এনামুর রহমান বলেন, রোহিঙ্গা জনগোষ্ঠী যেন তাদের নিজ দেশে প্রত্যাবর্তনের পর জীবিকা নির্বাহ করতে পারে সেলক্ষ্যে তাদেরকে কারিগরি ও অন্যান্য বিষয়ে লেখাপড়ার ওপর গুরুত্ব দিয়ে সরকার কাজ করছে। এ সময় জাতিসংঘের বিশেষ দূত বলেন, বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিকরা যেন মর্যাদাপূর্ণ ও নিরাপদে নাগরিক অধিকারসহ তাদের নিজ দেশে ফেরত যেতে পারেন সেলক্ষ্যে আসিয়ানসহ তারা কাজ করছে।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply