নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর সোনাইমুড়ী পৌরসভার ৩ নং ওয়ার্ডে এক ব্যবসায়ীকে মাদক কারবারিরা অস্ত্র উঁচিয়ে হত্যার চেষ্টা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগী ফলের ব্যবসায়ী নিজামুর রহমান বলেন, মাদক ব্যবসায়ীরা মনে করে আমি তাদের মাদক ধরিয়ে দিয়েছি তাই গত কয়েকদিন ধরে তারা আমাকে হুমকি দিয়ে আসছে, আজ তিনজন প্রকাশ্যে অস্ত্র উঁচিয়ে আমাকে হত্যা করার জন্য তাড়া করে।
মিজানুর রহমান জানান, বৃহস্পতিবার (২৫ আগস্ট) দুপুর ১২টায় পৌরসভার অন্ধ কল্যাণ চক্ষু হাসপাতালের সামনে ফুটবল খেলা শেষে বসে আড্ডা দেওয়ার সময় পলাতক আসামি সাইফুল ও দুদাসহ তিনজন মাদক কারবারি তাকে অস্ত্র নিয়ে তাড়া করে। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করেন। এসময় হামলাকারীরা পালিয়ে যায়।
ফল ব্যবসায়ী মিজানুর রহমান বলেন, আমার এখন বাড়ি ছেড়ে পালিয়ে যাওয়া ছাড়া উপায় নেই। আমি প্রশাসনের কাছে আমার জীবনের নিরাপত্তা চাই। অবশ্য এ বিষয়ে জানার জন্য সোনাইমুড়ি থানার অফিসার ইনচার্জ হারুন অর রশিদকে ফোন করলে তাকে পাওয়া যায়নি।
জানা যায়, গত ১৬ আগস্ট পুলিশ ১১০ বোতল ফেনসিডিল, ২৯ বোতল বিদেশি মদ ও ১৩ কেজি গাঁজা বিক্রির সময় পুলিশ দুজনকে হাতেনাতে আটক করে। এসময় বাকি দুইজন মাদকারবারি পালিয়ে যায়। মাদককারবারীরা মনে করে, নিজামুর রহমান পুলিশকে তথ্য দিয়ে তাদের মাদক ধরিয়ে দেয়।
Leave a reply