দেশে বাক স্বাধীনতা আছে, সবাই কথা বলতে পারে: নৌ পরিবহন প্রতিমন্ত্রী

|

নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি। (ফাইল ছবি)

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ:

বাংলাদেশে এখন গণতন্ত্র বিদ্যমান। সংসদ কার্যকর আছে; নির্বাহী বিভাগ, বিচার বিভাগ সব কিছুই চলামান আছে। বাক স্বাধীনতা আছে, সবাই কথা বলতে পারে। বাম দলগুলোর রাজনৈতিক কমর্কাণ্ড নিয়ে এসব মন্তব্য করেছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি।

শুক্রবার (২৬ আগস্ট) দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এসময় প্রতিমন্ত্রী বলেন, কোন রাজনৈতিক দল কর্মসূচি দিয়েছে, কর্মসূচি বাস্তবায়ন হবে কিনা, মানবে কি মানবে না সেটা জনগণের বিষয়। তারা যে বিষয় নিয়ে আন্দোলন করেছেন দ্রব্যমূল্য বৃদ্ধি, তেলের দাম বৃদ্ধি এটা প্রধানমন্ত্রী সমন্বয় করছেন।

এর আগে দুপুরে বঙ্গবন্ধুর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি। পরে বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন। এসময় নৌ পরিবহন মন্ত্রণালয়ের কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply