কাতার বিশ্বকাপে টিকিটের চাহিদার শীর্ষে আর্জেন্টিনার দুই ম্যাচ

|

ছবি: সংগৃহীত

আসন্ন কাতার বিশ্বকাপের টিকিটের চাহিদা সবচেয়ে বেশি আর্জেন্টিনার দুই ম্যাচের। বিষয়টি নিশ্চিত করেছেন কাতার বিশ্বকাপ আয়োজক কমিটির প্রধান নাসের আল খাতের।

জানানো হয়েছে, এর মধ্যে চাহিদার শীর্ষে আছে মেক্সিকোর বিপক্ষে আলবিসেলেস্তাদের ম্যাচটি। সেই ম্যাচ অনুষ্ঠিত হবে ২৬ নভেম্বর। শীর্ষ চাহিদার পরের অবস্থানেও আছে আর্জেন্টিনার আরেকটি ম্যাচ; যা ২২ নভেম্বর অনুষ্ঠিত হবে সৌদি আরবের বিপক্ষে। দু’টো ম্যাচই অনুষ্ঠিত হবে ৮০ হাজার দর্শক ধারণক্ষমতা সম্পন্ন আল লুসাইল স্টেডিয়ামে। তবে ঠিক কত সংখ্যক দর্শক এই দুই ম্যাচের টিকিট চেয়েছেন তার কোনো তথ্য দেয়নি আয়োজক কমিটি।

বিশ্বকাপে এখন পর্যন্ত সাড়ে ২৪ লাখ টিকিট বিক্রি হয়েছে। টিকিট বিক্রির চাহিদায় শীর্ষে রয়েছে আর্জেন্টিনা ও মেক্সিকো। এরপরেই আছে যুক্তরাষ্ট্র, ইংল্যান্ড, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ফ্রান্স, ব্রাজিল ও জার্মানি।

আরও পড়ুন: ফিফা র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থানে ব্রাজিল, তালিকা থেকে বাদ ভারত

/এম ই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply