বিপুল পরিমাণ প্রাকৃতিক গ্যাস পুড়িয়ে ফেলছে রাশিয়া

|

ছবি: সংগৃহীত

ইউরোপে আকাশচুম্বী জ্বালানির দাম। অথচ রাশিয়া বিপুল পরিমাণ প্রাকৃতিক গ্যাস পুড়িয়ে ফেলছে। বিশেষজ্ঞরা বলছেন, এই গ্যাস আগে জার্মানিতে রফতানি করা হতো।

বিশেষজ্ঞরা আরও বলেছেন, ফিনল্যান্ড সীমান্তের কাছে অবস্থিত প্লান্টটিতে প্রতিদিন আনুমানিক ১০ মিলিয়ন ডলার মূল্যমানের গ্যাস পোড়ানো হচ্ছে। এই গ্যাস আগে নর্ড স্ট্রিম ওয়ান পাইপলাইন দিয়ে জার্মানিতে রফতানি করা হতো। এভাবে গ্যাস পুড়িয়ে ফেলায় আর্কটিক অঞ্চলের বরফ গলে বিপর্যয়ের আশঙ্কা দেখছেন বিজ্ঞানীরা।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, চলতি বছরের জুলাইয়ের মাঝামাঝি থেকে নর্ড স্ট্রিম ওয়ান পাইপলাইনের মাধ্যমে গ্যাস সরবরাহ হ্রাস করেছে রাশিয়া। সে সময় রাশিয়া এ বিষয়ে যুক্তি দিয়েছিল যে, প্রযুক্তিগত সমস্যার কারণে এমনটা হচ্ছে।

মিয়ামি ইউনিভার্সিটির স্যাটেলাইট ডাটা বিশেষজ্ঞ জেসিকা ম্যাককার্টি বলেন, কোনো এলএনজি প্লান্টে এত গ্যাস পোড়াতে দিখিনি। চলতি বছরের জুন থেকে শুরু করে বিপুল পরিমাণ গ্যাস পোড়ানো দেখছি। এটি বন্ধ হয়নি। এটি খুব অস্বাভাবিকভাবে বেশি করে পাড়ানো হচ্ছে।

/এনএএস



সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply