ইউক্রেনের প্রতি সংহতি জানিয়ে সোভিয়েত আমলের বিশাল একটি স্মৃতিস্তম্ভ ধ্বংস করেছে লাটভিয়া। নিয়ন্ত্রিতভাবে ২৬০ ফুট লম্বা কংক্রিটের স্তম্ভ গুঁড়িয়ে দিয়েছে দেশটি।
ভিডিও ফুটেজে দেখা যায়, রাজধানী রিগার ভিক্টোরি পার্কের পুকুরে আছড়ে পড়েছে স্তম্ভটি। নাৎসি জার্মানির বিরুদ্ধে সোভিয়েত বাহিনীর বিজয়ের প্রতীক হিসেবে ১৯৮৫ সালে এটি নির্মাণ করা হয়। তখনও লাটভিয়া সোভিয়েতের অংশ ছিলে। ১৯৯১ সালে স্বাধীনতা লাভের পর থেকেই সোভিয়েত এ প্রতীকের বিরোধিতা করেন অনেকে।
সম্প্রতি ইউক্রেনে রুশ অভিযান শুরুর পর ‘রিগা মনুমেন্ট’ নিয়ে বিতর্ক চরমে পৌঁছায়। রীতিমতো পার্লামেন্টে ভোটাভুটির মাধ্যমে সিদ্ধান্ত হয় স্তম্ভটি ভেঙে ফেলার। রুশ আগ্রাসন শুরুর পর, ইউক্রেনের প্রতি সংহতি জানিয়ে আরেও কয়েকটি সোভিয়েত স্মারক ধ্বংস করেছে লাটভিয়া।
আরও পড়ুন: ‘জাপোরিঝিয়ায় যেকোনো সময় পারমাণবিক বিপর্যয়’, একে অপরকে দোষারোপ করছে রাশিয়া-ইউক্রেন
সূত্র: ডয়চে ভেলে।
জেডআই/
Leave a reply