খুলনা ব্যুরো:
খুলনার বৈকালী এলাকায় শনিবার (২৭ আগস্ট) বিকেলে একই সময়ে আওয়ামী লীগ ও বিএনপি বিক্ষোভ সমাবেশ আহবান করায় সেখানে নিষেধাজ্ঞা জারি করেছে খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি)।
শনিবার (২৭ আগস্ট) বিকেল তিনটায় এ নিষেধাজ্ঞার কথা জানানো হয়।
বিএনপি মহানগর শাখার সদস্য সচিব শফিকুল আলম তুহিন জানান, জ্বালানী তেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে খালিশপুর থানা বিএনপি বৈকালী চত্বরে বিক্ষোভ সমাবেশ কর্মসূচি ঘোষণা করে। দলীয় নেতাকর্মীরা সেভাবে প্রস্তুতিও নিয়েছিলো। হঠাৎ সেখানে একই সময়ে কর্মসূচি ঘোষণা করে খালিশপুর থানা আওয়ামী লীগ।
তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, গণতান্ত্রিক কর্মসূচিতে ইচ্ছাকৃতভাবে আওয়ামী লীগ বিশৃঙ্খলা সৃষ্টির লক্ষ্যে পাল্টা কর্মসূচি দিয়েছে। এখানে পুলিশ নীরব ভূমিকা পালন করছে।
খালিশপুর থানা আওয়ামী লীগের পক্ষ থেকে তাৎক্ষণিক প্রকাশিত প্রেস বিজ্ঞপ্তিতে তাদের সমাবেশ বানচালের জন্য বিএনপিকে দায়ী করা হয়।
এ ব্যাপারে খালিশপুর থানার ওসি জাহাঙ্গীর আলম জানান, একই স্থানে একই সময়ে দুই রাজনৈতিক দল সমাবেশ আহবান করায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় কেএমপির পক্ষ থেকে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
এদিকে এই ঘটনার প্রতিবাদে বিকেলে খালিশপুরের বিভিন্ন ওয়ার্ডে বিক্ষোভ মিছিল ও দলীয় কার্যালয়ে প্রেস ব্রিফিং আহবান করেছে বিএনপি।
/এসএইচ
Leave a reply