ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠিতে আল আমিন তালুকদার (৩২) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ শনিবার (২৭ আগস্ট) দুপুরে সদর উপজেলার বাউলকান্দা গ্রামের বাড়ি থেকে ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আল আমিন একজন মাদকসেবী বলে পুলিশের কাছে জানিয়েছে স্থানীয় বাসিন্দারা।
পুলিশ জানায়, বাউলকান্দা গ্রামের মৃত নূর ইসলাম তালুকদারের ছেলে আল আমিন তালুকদার মাদক সেবন করতেন। ঘরের ভেতরে সে একাই বসবাস করেন। শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত তার ঘরের দরজা বন্ধ থাকায় স্থানীয়দের সন্দেহ হয়। তারা ঘরের দরজা ভেঙে ফ্যানের সাথে আল আমিনের মৃত দেহ ঝুলতে দেখে পুলিশে খবর দেয়।
ঝালকাঠি থানার উপ-পরিদর্শক মো. সালাহউদ্দিন জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। সে আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ ঘটনায় ঝালকাঠি থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
এনবি/
Leave a reply