পর্দা উঠলো ৪৪তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের

|

মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের রেড কার্পেটে।

পর্দা উঠলো ৪৪তম ‘মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের। প্রতি বছর এর আসর বসে রাশিয়ার রাজধানী মস্কো শহরে। এবারও এর আসর বসেছে মস্কোতে। ইতোমধ্যে লাল গালিচায় যোগ দিয়েছেন তারকারা। উৎসবকে কেন্দ্র করে কথা বলেছেন ‘এমআইএফএফ’ এর সভাপতি নিকিতা মিখালকভ।

এবারের উৎসবে মোট ৬৫টি দেশের ২৩০টি চলচ্চিত্র দেখানো হবে। যার মধ্যে রয়েছে পূর্ণদৈর্ঘ্য ও স্বল্পদৈর্ঘ্য কাহিনিচিত্র, প্রামাণ্যচিত্র ও অ্যানিমেটেড সিনেমা। এবারের উৎসবে অংশ নিচ্ছে যুবরাজ শামীম পরিচালিত বাংলাদেশের সিনেমা ‘আদিম’।

এর আগে, ইউক্রেনের বেশিরভাগ তারকারাই এ উৎসবটির বয়কটের ডাক দেন বিভিন্ন অনুষ্ঠানে। তবে রাশিয়া-ইউক্রেন দ্বন্দ্বের মধ্যেও পর্দা উঠলো ৪৪তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের।   

ইতোমধ্যেই অনুষ্ঠানে যোগ দিয়েছেন চলচ্চিত্র পরিচালক নিকিতা মিখালকভ। তিনি এবারের আসরের সভাপতির দায়িত্ব পালন করছেন। রাশিয়া-ইউক্রেন দ্বন্দ্বের কথা বলতে তিনি মুখোমুখি হয়েছিলেন গণমাধ্যমের ক্যামেরায়।

এমআইএফএফ এর সভাপতি নিকিতা মিখালকভ বলেন, অনেকেই আমাদের সংস্কৃতি বাতিল করার চেষ্টা চালাচ্ছে। আমি তাদেরকে একটা কথাই বলতে চাই যে, আমরা চলচ্চিত্রের বাইরের কেউ না। যারা তাদের সিনেমা এ অনুষ্ঠানের মাধ্যমে দেখাতে চায় তাদের সবসময় স্বাগত। আর অনুষ্ঠানও তাদের জন্যই আয়োজন করা হয়েছে।

সিনেমায় নতুন প্রজন্মের অভিনয়শিল্পীদের প্রসঙ্গে তিনি বলেন, আজকাল, অনেক অভিনয় শিল্পীরা মিডিয়াতে যোগ দিচ্ছেন। আশা করি, সেখান থেকে অনেক ভালো ভালো অভিনয়শিল্পীরা বেরুবে। যা বর্তমান তরুণ সমাজকে অনুপ্রেরণা জোগাবে।

এদিকে, ইতিমধ্যেই রেড কার্পেটে যোগ দিয়েছেন বিভিন তারকারা। উপস্থিত ছিলেন অভিনেতা এবং বিচারক প্যানেলের সভাপতি ইয়েভজেনি মিরোনভ। উৎসবটি চলবে আগামী ২ সেপ্টেম্বর পর্যন্ত।  

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply