অস্ট্রেলিয়ান নারী জেন বিকটনের শততম জন্মদিন উপলক্ষে তার একটি ইচ্ছা পূরণ করেছে দেশটির পুলিশ। জেনের ইচ্ছা ছিল তিনি যেন গ্রেফতার হতে পারেন। কিন্তু অপরাধ না করলে একজন বৃদ্ধ নারীকে পুলিশ গ্রেফতার কেন করবে? সেই ইচ্ছা পূরণেই তার শততম জন্মদিনে গ্রেফতার করে পুলিশ।
ভারতীয় গণমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, ১০০তম জন্মদিনে ওই নারীর ইচ্ছাপূরণ হয়েছে। পুলিশ গ্রেফতার করেছে জেনকে। তবে তিনি কোনো অপরাধ করেননি, বরং বৃদ্ধ এই নারীর ইচ্ছাপূরণের জন্যই তাকে গ্রেফতার করে পুলিশ। এ ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে।
‘ভিক্টোরিয়া পুলিশ’ নামে একটি ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে বলা হয়েছে, গ্রেফতার করতে পেরে আমরা খুশি। অনেকের জন্য গ্রেফতার না হয়ে জীবন পার করা সুখকর। তবে প্রাক্তন নার্স জেন বিকটনের জন্য এটি একটি ভিন্নমাত্রার অনুভূতি।
ওই পোস্টে একটি ছবি যুক্ত করা হয়েছে। ছবিতে দেখা যায়, গোলাপি রঙের পোশাক পরিহিত জেন একটি হুইলচেয়ারে বসে আছেন। তার হাতে একটি খেলনা হাতকড়া পরানো রয়েছে। পাশে রয়েছেন কয়েকজন পুলিশ সদস্য।
/এনএএস
Leave a reply