মাঝ সাগরে ফেরিতে আগুন, নিহত অন্তত ৭

|

ছবি: সংগৃহীত

প্রায় শ’খানেক যাত্রী নিয়ে মাঝ সাগরে একটি ফেরিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (২৬ আগস্ট) ভয়াবহ এ অগ্নিকাণ্ডের কবলে পড়ে ‘এমভি এশিয়া ফিলিপাইনস’ নামের ওই ফেরিটি। ধারণা করা হচ্ছে, এ পর্যন্ত অন্তত ৭ জন এ দুর্ঘটনায় নিহত হয়েছেন। খবর ম্যানিলা টাইমসের।

কর্তৃপক্ষ জানিয়েছে, বাতানগাস প্রদেশের একটি বন্দর থেকে কালাপানের উদ্দেশে রওনা দিয়েছিল এমভি এশিয়া ফিলিপাইনস নামের ওই ফেরীটি। শতাধিক আরোহী ছাড়াও ১৬টি যানবাহন ছিল ফেরিটিতে। কালাপান বন্দরের কাছাকাছি পৌছে আকস্মিক আগুন ছড়িয়ে পড়ে নৌযানটিতে। ঘটনার পর পরই দ্রুত উদ্ধার তৎপরতা শুরু করে কোস্ট গার্ড। রাতভর চলে অভিযান। এখন পর্যন্ত ফেরির ৭৩ আরোহীকে উদ্ধারের কথা জানিয়েছে প্রশাসন। তবে হতাহতের সঠিক সংখ্যা এখনও নিশ্চিত করা হয়নি। আগুন লাগার কারণ জানতে তদন্ত চলছে বলে জানা গেছে।

প্রসঙ্গত, দ্বীপরাষ্ট্র ফিলিপাইনে যাতায়াতের অন্যতম প্রধান মাধ্যম নৌপথ। তবে প্রাকৃতিক দুর্যোগ, যথাযথ বিধিনিষেধ এবং তদারকির অভাবে দেশটিতে প্রায়ই এমন দুর্ঘটনা ঘটতে দেখা যায়।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply