পাওয়া গেল নতুন পাখির সন্ধান, গর্তে করে বসবাস

|

নতুন একটি প্রজাতির পাখির প্রজাতি সন্ধান মিলেছে চিলিতে। ডিয়েগো রামিরাজ দ্বীপপুঞ্জে, পাখিটি শনাক্ত করেন বিশেষজ্ঞরা। খবর ডয়েচে ভেলের।

শুক্রবার ন্যাচার সাময়িকীতে জানানো হয় এ তথ্য। রায়াডিটো স্পিনিকুডা পাখির বিবর্তনের মধ্য দিয়ে এসেছে এই নতুন প্রজাতি। চিলির বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ৬ বছর ধরে গবেষণা চলে আহরাস্তুরা জাতের পাখি রায়াডিটোস জাতের ওপর। আমেরিকা মহাদেশের সবচেয়ে দক্ষিণ প্রান্তের বাসিন্দা এই পাখি।

গাছবিহীন এলাকায় বসবাস করে নতুন প্রজাতিটি। গাছের বদলে ঘর বানায় মাটিতে গর্ত খুড়ে। নতুন প্রজাতির পাখির সন্ধানকে বিশেষ গুরুত্বপূর্ণ হিসেবে দেখছে চিলির বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়। দেশটির ইউনিক প্রকৃতি সুরক্ষার প্রয়োজনীয়তা তুলে ধরে বিবৃতি প্রকাশ করে তারা।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply