দুবাইয়ে চোখ এখন ক্রিকেট বিশ্বের। সেখানে এশিয়া কাপের হাই ভোল্টেজ ম্যাচে আজ মাঠে নামবে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। ম্যাচের একদিন আগে সময়ের অন্যতম সেরা ব্যাটার পাকিস্তান অধিনায়ক বাবর আজমকে নিয়ে বেশ কিছু কথা বলেছেন গত এক দশকে ক্রিকেট বিশ্বের অন্যতম প্রভাবশালী ক্রিকেটার ও সেরা ব্যাটার ভিরাট কোহলি। ফর্মের সাথে যুদ্ধ করা এই ভারতীয় ব্যাটিং মায়েস্ত্রো প্রশংসায় ভাসিয়েছেন বাবরকে। বলেছেন, বাবর এখন সম্ভবত বিশ্বের সেরা ব্যাটার। তার ব্যাটিং দেখাটাও উপভোগের বিষয়।
ক্রিকইনফোকে দেয়া সাক্ষাৎকারে ভিরাট কোহলি বলেন, ২০১৯ বিশ্বকাপে ম্যানচেস্টারে ম্যাচের সময় বাবর আজমের সাথে আমার প্রথম দেখা হয়। বয়সভিত্তিক ক্রিকেটেই ইমাদ ওয়াসিমের বিরুদ্ধে খেলেছি। ইমাদ বললো, বাবর বসে আছে। সে আমার সাথে কথা বলতে চায়। আমরা ক্রিকেট এবং আরও অন্য অনেক কিছু নিয়েই কথা বলি। প্রথম দিন থেকেই বাবরের মাঝে সম্মান এবং সৌজন্যবোধ দেখতে পাই। বাবর সম্ভবত এখন সব ফরম্যাটেই বিশ্বের সেরা ব্যাটার। তবুও তার সম্মান ও সৌজন্যবোধ এখনও পাল্টায়নি। সব ফরম্যাটেই ধারাবাহিকভাবে দারুণ খেলে চলেছে সে। তার প্রতিভাও অসাধারণ। তাকে ব্যাট করতে দেখাই চমৎকার ব্যাপার।
বাবর আজমকে নিয়ে ভিরাট কোহলি আরও বলেন, ক্রিকেট সম্পর্কে বাবরের ধারণা অবশ্যই সময়ে সময়ে পরিবর্তিত হচ্ছে। বড় হওয়ার প্রক্রিয়া, নিজের শেকড় এবং ক্রিকেটের ভিত্তির খুব কাছাকাছিই থেকেছে সে। তাই মানুষ হিসেবে বাবর বরাবরই দারুণ। এই ধরনের ক্রিকেটার ও এই ধরনের মানুষ অনেক লম্বা পথ পাড়ি দিতে পারে। সেই সাথে অনেককেই অনুপ্রাণিত করে চলে সব সময়। তার ক্ষেত্রেও সেটাই ঘটেছে। আগামী ম্যাচের জন্য বাবরের জন্য রইল আমার শুভ কামনা। তাছাড়া ক্রিকেটকে উত্তেজনাপূর্ণ খেলা হিসেবে ধরে রাখার জন্য তার মতো ক্রিকেটার সব সময়ই জরুরি।
আরও পড়ুন: টানা একমাস ব্যাট ছুঁয়ে দেখেননি কোহলি!
/এম ই
Leave a reply